।। হে প্রেমিকগণ ।।
.
হে প্রেমিকগণ! প্রেমের দ্রাক্ষাসুধা ধারনের উপযোগী পানপাত্রের মতো আমি।
হে প্রেমিকগণ! সেই অপরূপ আমি দেখেছি আর এখন আমি নেশায় উন্মত্ত।
কেননা, প্রাগ-অনন্তকালীনে সেই আকর্ষণীয় তেলাওয়াত আমার শ্রবণে এসেছে
অনন্তোত্তর কাল অব্দি আমার গল্পটি প্রত্যেক ভাষায় বলা হবে, হে আশেকান!
আমি তাঁকে মুখমণ্ডল উন্মুক্ত করতে বললাম; তিনি জবাব দিলেন: ‘দেখতে হলে
তোমার দৃষ্টি থাকা প্রয়োজন; নচেৎ এখানে নই, আড়াল আমি।’ হে প্রেমিকগণ,
প্রিয়তমের সেই অপরূপ আমি দেখেছি রূপবতী কুমারিদের মুখমণ্ডলে:
আমি এখন মাথা নোয়াচ্ছি দৃশ্যমান-মন্দিরের দোরগোড়ায়, হে প্রেমিকগণ!
তাঁর সৌন্দর্যমণ্ডিত আলোর আকর্ষণ আমাকে টেনে আনছে এর দিকে,
যেন-বা মোমশিখা তিনি আর আমি পতঙ্গ, হে প্রেমিকগণ!
এই নির্জন জগতে কীভাবে আমি আমার বিশ্রামাগার সৃজন করতে পারি?
যখন ইতোমধ্যেই আমি মহাবিশ্বের সম্রাটের ঘরে আছি, হে প্রেমিকগণ!
আমার ভগ্ন হৃদয়কে জিজ্ঞেস করলাম: ‘তুমি কেমন আর তিনি কেমন’?
সে বললো: ‘তিনি দৌলতখানা আর আমি জীর্ণঘরের মতো’ হে আশেকান!
নিজদেহকে আমি সমুদ্রের মতো করে দেখতাম,
আমার হৃৎপিণ্ড ঝিনুক আর আমার মাশুক তাতে মুক্তা;
যখন থেকে আমার দেহ পরিণত হয়েছে হৃৎপিণ্ডে,
হৃৎপিণ্ড আত্মায় আর আত্মা পরিণত হয়েছে আমার চির-আরাধ্যে,
আমি না আমার দেহ, না আমার হৃৎপিন্ড, না আমার আত্মা:
আমি আমার প্রিয়তমের সঙ্গীজন, হে প্রেমিকগণ!
যদিও সেই পানপাত্রবাহী ও আমার মাঝখানে অসংখ্য পর্দার আড়াল
উন্মাতাল ক্রন্দনে সবগুলো পর্দা আমি ছিঁড়ে ফেলবো, হে আশেকান!
হে বন্ধুগণ, মইন যখন থেকে তার মাশুকের জন্য প্রেমমুগ্ধ হয়েছে,
সম্পর্কের বিবেচনায় তখন থেকেই সে অন্যদের অচেনা, হে আশেকান!
।। আশেকের আহাজারি ।।
.
আশেকের আহাজারি শুধু ততক্ষণ
যতক্ষণ না দেখা হচ্ছে তার মাশুকের সাথে।
একবার আরাধ্যকে দেখলে, সে থির ও শান্ত হয়ে যায়।
ঠিক যেমন নদীগুলো মহাসমুদ্রে মিশে যাবার আগে পর্যন্ত অস্থির, চঞ্চল,
কিন্তু যখন সেটা ঘটে, চিরতরে শান্ত হয়ে যায়।
~~~
।। শুদ্ধতা ।।
.
প্রাজ্ঞজন তখনই শুদ্ধতা পান
যখন তার ও আরাধ্যের মাঝখান থেকে সরে যায় অন্য সবকিছু।
হয় তিনি থাকেন [অস্তিত্ববান] অথবা তার চির-আরাধ্য।
.
.
.খাজা মইনুদ্দিন চিস্তী [১১৪২ - ১২৩৬]:
ফার্সি কবি, ধর্মীয় বক্তা, ইসলামী [সুন্নী] চিন্তাবিদ, সুফি সাধক [দরবেশ] ও
দার্শনিক। পুরোনাম: চিস্তী মুইন আল-দীন হাসান সিজ্জি। খাজা গরিবে নেওয়াজ;
মইনুদ্দিন চিস্তী; শেখ মুইন আল-দীন... এরকম অনেক নামে পরিচিত। ভারতবর্ষে
চিস্তিয়া ত্বরিকার প্রবর্তক এই মহামনিষী। জন্ম: পারস্যের সিস্তানে [বর্তমান
আফগানিস্তান, হেরাট]; মৃত্যুবরণ করেছেন ভারতের রাজস্থানের আজমিরে। তাঁর
সমাধিস্থল আজমির শরীফ দরগাহ্ নামে সুপ্রসিদ্ধ।